লিবি𓆏য়া💯র তবরুক শহরে ইফতারি তৈরির সময় ভয়াবহ গ্যাস স্টোভ বিস্ফোরণ ঘটেছে। এ দুর্ঘটনার সময় রুমে অবস্থানকারী পাঁচ বাংলাদেশি মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।
তাদের তবরুক মেডিকেল সেন্টারের বার্ণ ও🔜 প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানেౠ আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (৬ এপ্রಞি🀅ল) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
গ্যাস স্টোভ বিস্ফোরণে আহতরা হলেন : ঝি🅘নাইদহের রিজন (আইসিইউতে চিকিৎসাধীন), টাঙ্গাইলের রღফিক মিয়া, মেহেরপুরের সাইদুর ইসলাম, যশোরের মো. রিপন হোসেন ও জামালপুরের সোজাউদ্দৌলা।
জানা যায়, লিবিয়ার তবরুক শহরে গ্যাস স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে বাংলাদেশি নাগরিকদের আহত হওয়ার ঘটনায় দূতাবাস গভীরভাবে শোকাহত। দূতাবাস হতে ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন বা⛎ংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে এবং স্থানীয় বাংলাদেশি ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে৷
এছাড়াও চিকিৎসাধীন বাংলাদেশিদেরকে দেশে প্রেরণসহ 📖প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য দূতা✱বাস হতে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
এর আগে বিগত সময়েও বাংলাদেশিদের আবাসস্থলে এইরূপ রান্না🍸র গ্যাস স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে অনেক প্রবাসী হতাহত হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে লিবিয়া✅স্থ সকল বাংলাদেশি প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে দূতাবাস। সবাইকে সস্তা গ্যাস স্টোভের পরিবর্তে নিরাপদ গ্যাস সিলিন্ডার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।